পদের নাম: ভোকেশনাল শিক্ষক (Vocational Teacher)
মোট পদসংখ্যা: ০৪ জন
বিষয়ভিত্তিক পদ
1. সেলাই শিক্ষক (Sewing/Tailoring)- ০১ জন
2. পার্লার শিক্ষক (Beauty & Parlour) – ০১ জন
3. হ্যান্ডিক্রাফট ও পেইন্ট শিক্ষক (Handicraft & Painting) ০১ জন
4. আইসিটি শিক্ষক (ICT/Computer)-০১ জন
কর্মস্থল: প্রশিক্ষণ কেন্দ্র। প্রকল্প এলাকা
চাকরির ধরন: ফুলটাইম/ পার্টটাইম (প্রযোজ্য অনুযায়ী)
দায়িত্ব ও কর্তব্য (Job Description)
- পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নির্ধারিত কারিকুলাম অনুযায়ী ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা।
- প্রশিক্ষণার্থীদের সাথে ধৈর্য, সহনশীলতা ও আন্তরিকতার সাথে কাজ করা।
- শিশুদের মানসিক অবস্থা বিবেচনায় রেখে উৎসাহ প্রদান ও ইতিবাচক শেখার পরিবেশ তৈরি করা।
- দৈনিক ক্লাস গ্রহণ, উপস্থিতি রেজিস্টার সংরক্ষণ এবং প্রশিক্ষণ অগ্রগতি পর্যবেক্ষণ করা।
- প্রশিক্ষণ সামগ্রী ও যন্ত্রপাতি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা।
- প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়নে সহায়তা করা।
- মাসিক প্রশিক্ষণ প্রতিবেদন প্রস্তুত করে কর্তৃপক্ষের নিকট দাখিল করা।
- শিশু সুরক্ষা নীতিমালা ও প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে দায়িত্ব পালন করা।
বিষয়ভিত্তিক বিশেষ দায়িত্ব
১. সেলাই শিক্ষক
কাটিং, সেলাই, ডিজাইন ও পোশাক তৈরির হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান।
২. পার্লার শিক্ষক
বিউটি কেয়ার, ফেসিয়াল, মেকআপ, হেয়ার কেয়ার ও পার্লার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
৩. হ্যান্ডিক্রাফট ও পেইন্ট শিক্ষক
হস্তশিল্প, ডেকোরেটিভ আইটেম ও বেসিক পেইন্টিং প্রশিক্ষণ প্রদান।
৪. আইসিটি শিক্ষক
- কম্পিউটার বেসিক, MS Office, ইন্টারনেট ব্যবহার ও প্রাথমিক আইসিটি প্রশিক্ষণ প্রদান।
- শিক্ষাগত যোগ্যতা
- সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি এইচএসসি বা সমমান
- ট্রেড কোর্স/ডিপ্লোমা/প্রশিক্ষণ সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
অভিজ্ঞতা
- সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা
- পথশিশু/ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবশ্যক মানসিকতা ও দক্ষতা
- পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রশিক্ষণ দেওয়ার মানসিকতা থাকতে হবে।
- শিশুদের সাথে কাজ করার ক্ষেত্রে ধৈর্য, সহনশীলতা ও মানবিক আচরণ বজায় রাখার সক্ষমতা থাকতে হবে।
- প্রশিক্ষণার্থীদের সাথে আন্তরিক, যত্নশীল ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার মানসিকতা থাকতে হবে।
- সামাজিক দায়বদ্ধতা ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে অনুরোধ করা হলো।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৫
ইমেইল: ar leedo2000@gmail.com
ঠিকানা: রোড নং-১, ওয়শপুর স্বার্ডেন সিটি, বসিলা, ঢাকা-১৩১২







